২৫ জুন, ২০২১ ১৬:০৪

চুয়াডাঙ্গায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১১ জনের জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১১ জনের জরিমানা

চুয়াডাঙ্গায় করোনাকালীন সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১১ জনকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা এবং তিনটি ইজিবাইক জব্দ করা হয়েছে। শুক্রবার চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেয়া হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আমজাদ হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে এসব আদালত পরিচালিত হয়। আদালত সূত্র জানায়, চলমান করোনা ভয়াবহতা রোধ করতে জেলার দুটি উপজেলা, একটি পৌর এলাকা এবং একটি ইউনিয়নে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রশাসনের এ আদেশ অমান্য করে যারা অকারণে বাড়ির বাইরে আসছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।

এ অবস্থায় শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আমজাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত ৪টি মামলায় ৪ জনকে ৩ হাজার ৫০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের ভ্রাম্যমাণ আদালত ৭টি মামলায় ৭ জনকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর