ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে সামিউল নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সামিউল ওই এলাকার প্রবাসী আলমগীর মিয়ার ছেলে।
পরিবার জানায়, দুপুরে সামিউল বাড়ির উঠানে খেলাধুলা করছিল। তখন তার মা হালিমা বেগম রান্না করছিলেন। একসময় পরিবারের সদস্যরা দেখেন উঠানে সামিউল নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে পানিতে সামিউলের নিথর দেহ পড়ে থাকতে দেখে, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ