নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজা (৫৫) নামে এক চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশা (ইজিবাইক) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজা ফতুল্লার মাসদাইর এলাকায় কাজি বাড়ির গলিতে আবুল হাজীর বাড়িতে ভাড়ায় বসবাস করে স্থানীয় জামাল শেখের অটোরিকশা (ইজিবাইক) ভাড়ায় চালাতেন। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে স্বামীর সংসারে থাকেন এবং ৮ বছর বয়সী শিশু পুত্র নিয়ে ভাড়া বাসায় থাকে। কিছুদিন পূর্বে তার স্ত্রী মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এজন্য রাজা মিয়া দিনের বেলায় শিশু পুত্রকে দেখা শোনা করতেন আর রাতে পুত্রকে ঘুম পাড়িয়ে বাসায় রেখে ইজিবাইক চালাতেন।
ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন জানান, ধারণা করা হচ্ছে ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা অটোরিকশা (ইজিবাইক) ছিনতাইয়ের জন্য চেষ্টা করে। এসময় হয়তো চালক রাজা মিয়া তাদের বাধা দেয়। ওই সময় রাজা মিয়ার গলায় ছুরিকাঘাত করে। একই সময় শরীরের আরও কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়। এরপর রাজা মিয়ার ইজিবাইকটি ছিনিয়ে নেয়া হয়। হত্যাকারীদের সন্ধানে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ