জামালপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা পরিষদ।
বুধবার বিকালে জামালপুর পরিষদ প্রাঙ্গনে কর্মহীন অসহায় মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য নাঈম রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তাহা, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল প্রমুখ।
এ সময় কর্মহীন হোটেল শ্রমিক, গৃহকর্মী, হকার, রিক্সা ও ভ্যান চালক ২ হাজার ৬শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও ১ লিটার তেল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন