বগুড়ায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় ২ হাজার ৫শ ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মালা বেগমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে জেলার সান্তাহার চা-বাগান এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মালা সান্তাহার চা-বাগান এলাকার বেলাল হোসেনের স্ত্রী। আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, বেলাল হোসেন ও তার স্ত্রী মালা বেগম পেশাদারি মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভিতর তল্লাশি করে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ২ হাজার ৫শ ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বেলাল হোসেনের স্ত্রী মালা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন