কক্সবাজারের টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করায় জাল ও মাছ জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে টেকনাফ মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ মাছ জব্দ করা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর নির্দেশে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের নেতৃত্বে ও নৌ-পুলিশের সহযোগিতায় টেকনাফ সদরের মহেশখালী পাড়া মাছঘাটে অভিযান পরিচালনা করা হয়।
দুপুরে জব্দকৃত কারেন্ট জাল গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত মাছ মানসিক রোগীদের তহবিল, বিভিন্ন আবাসিক এতিমখানায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, টেকনাফ উপজেলা নৌপুলিশের ওসি মো. নান্নু মিয়া, এসআই ইন্দ্রজিত দাসসহ, নৌ-পুলিশের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারি আইন অমান্য করে যারা মাছ আহরণ করবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই