করোনা মহামারিতে রোগীদের অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
অ্যাসোসিয়েশনের পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ এসব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিকের কাছে হস্তান্তর করেন। প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের ধারণক্ষমতা ১৪০০ লিটার।
নতুন ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৯০টি, যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে বলে মনে করছেন জেলার সুশীল সমাজ।
বিডি প্রতিদিন/এমআই