সিরাজগঞ্জের সলঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল বাছেদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে নয়টার দিকে মহাসড়কের পাটধাড়িতে দুর্ঘটনাটি ঘটে। আব্দুল বাছেদ সিরাজগঞ্জ সরকারী বিএল স্কুলের শিক্ষক ও সলঙ্গা থানার হোড়গাতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবু নাঈম জিহাদ হাসান জানান, বুধবার বেলা সাড়ে নয়টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারি এলাকায় পাবনাগামী একটি মাইক্রোবাস পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিক্ষক আব্দুল বাছেদ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ