বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে স্থাপিত করোনা হেল্প সেন্টারে প্রিন্টার হস্তান্তর করেছে জেলা ছাত্রদল।
সোমবার সকালে ছাত্রদলের পক্ষ থেকে প্রিন্টার হস্তান্তর করেন সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান লালু, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, অ্যাডভোকেট এনামুল হক পান্না, আরিফুল ইসলাম মজনু, সাইদুল ইসলাম, সোহরাব হোসেন বাপ্পি, ডনেল মণ্ডল, মাহমুদুল, মামুন, হিরা ও রাফিউল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই