সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় গোপালপুর উপজেলার ২০১ গম্বুজ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এতে খুতবা প্রদান করেন মুফতী রুহুল আমিন রাজী। টাঙ্গাইলসহ আশপাশের কযয়েকটি জেলার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলা-উপজেলার সকল মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জামাতে স্থানীয় সংসদ সদস্যরা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লীরা ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মহামারীর সকল দুর্যোগ থেকে মুক্তি লাভ ও বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়। পরে আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        