দিনাজপুরের কাহারোল উপজেলায় ‘জয় বাংলা ভিলেজে’ বসবাসরত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ প্রদান করা হয়।
ঈদের আগের দিন রাত ১১টায় কাহারোল উপজেলার ভাবরদিঘী ও খোশালপুর আশ্রয়ণ প্রকল্পে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই