শিরোনাম
২৪ জুলাই, ২০২১ ১৯:৩৬

টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দোকান খোলা রাখা, বিনা কারণে ঘর থেকে বের হওয়া, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়। এছাড়াও মাইকিং করে লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে সকলকে সচেতন করা হয়।

এবিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলছে। 

তিনি আরও বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপর দিকে, লকডাউনের দ্বিতীয় দিনে টাঙ্গাইল জেলা শহর থেকে কোন প্রকার দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। এমনকি বঙ্গবন্ধু সেতু হয়েও কোন দূরপাল্লার যানবাহন ঢাকার উদ্দেশ্যে যেতে দেখা যায়নি। তবে ব্যক্তিগত প্রাইভেট, এ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ও রিক্সাভ্যান চলাচল করতে দেখা গেছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর