২৫ জুলাই, ২০২১ ১৮:০০

টেকনাফে লকডাউন বাস্তবায়নে তৎপরতা; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে লকডাউন বাস্তবায়নে তৎপরতা; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লকডাউন কার্যকর করতে প্রশাসন কাজ করে যাচ্ছে

সরকার ঘোষিত সারা দেশ জুড়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসন বিজিবি, র‍্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড সার্বক্ষনিক মাঠে রয়েছে। লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে।  

লকডাউনের তৃতীয় দিনে রবিবার টেকনাফ সদর ইউনিয়নসহ হ্নীলা স্টেশনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

টেকনাফ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, ২৩ জুলাই থেকে সারাদেশে শুরু হওয়া লকডাউন কার্যকর করতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে সর্বসাধারণকে সচেতন থাকার এবং লকডাউন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 

যারা লকডাউন অমান্য করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আজও টেকনাফ সদরসহ হ্নীলায় অভিযান চালিয়ে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর