২৬ জুলাই, ২০২১ ১৬:০৬

জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

নোয়াখালী প্রতিনিধি

জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

নোয়াখালীর সুধারাম ইউনিয়নের আন্ডারচর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল রবিবার সন্ধ্যায় দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।

আহতরা হচ্ছেন, কলেজ ছাত্র রাকিব হোসেন পরান (২০), মো. জিলান (৩২), মো. রিপন (৩০), আবদুল করিম (৪০), বাপ্পি (২৫)। এদের মধ্যে মো. রাকিবকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। 

হাসপাতালে আহতরা ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ জোরদার বেলাল, এলাছ মাঝি, জামাল মাঝি ও নাসিরের নের্তৃত্বে জিলান ও রাকিবের দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক লাঠিয়াল বাহিনী নিয়ে ঘর উঠাতে গেলে তারা বাধা দেয়। এক পর্যায়ে বেলাল ও এলাছ মাঝির নের্তৃত্বে ৪০/৫০ জন লাঠিয়াল বাহিনী তাদের হামলা ও ভাঙচুর এবং কুপিয়ে আহত করে। এতে কলেজ ছাত্রসহ ৭/৮ জন আহত হন। 

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর