২৬ জুলাই, ২০২১ ১৭:০৯

আদমদীঘিতে বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আদমদীঘিতে বৃদ্ধের আত্মহত্যা

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে কীটনাশক ট্যাবলেট খেয়ে আবু বক্কর সিদ্দীক (৬৮) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সিদ্দীক উপজেলার পুশিন্দা কোলাদীঘির মৃত রিয়াজ উদ্দীনের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, গত দেড় বছর আগে উপজেলার মুরইল এলাকায় একটি চাতাল মিলে কাজ করতেন বৃদ্ধ আবু বক্কর সিদ্দীক। হঠাৎ তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে তিনি বাড়িতেই থাকতেন। হঠাৎ রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তেই তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যায়। ওই দিন রাতেই তার লাশ বাড়িতে আনা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানায়, ওই বৃদ্ধ বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাদী না থাকায় তার মরদেহ সোমবার সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর