২৬ জুলাই, ২০২১ ১৭:১২

মাটির নিচে রাখা ২৩ কেজি গাঁজা উদ্ধার, আটক এক দম্পতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মাটির নিচে রাখা ২৩ কেজি গাঁজা উদ্ধার, আটক এক দম্পতি

মাটির নিচে রাখা ২৩ কেজি গাঁজা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে বসত-ঘরের মাটি খুঁড়ে ২৩ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে।

কক্সবাজার ১৪ আমর্ড ব্যাটালিয়ন এপিবিএন'র অধিনায়ক এসপি মো. নাঈমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোররাতে উখিয়া কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশের সহকারি  ক্যাম্প কমান্ডার (সহকারি পুলিশ সুপার) মো. এ.কে.এম এমরানুল হক মারুফ, অপারেশন অফিসার মো. জালাল উদ্দিনের নেতৃত্বে মোবাইল টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড নং-২১, রোম নং-৬ এর মাকিলার বসত-ঘরের দরজার পাশে মাটি খুঁড়ে তিনটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১৩টি প্যাকেটে আনুমানিক ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুর রহিম ওরফে কালু মিয়া (২৬) ও তার স্ত্রী ফাতেমা বেগম ওরফে মাকিলাকে আটক করা হয় ।

তিনি আরও জানান, 'আটক রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।'


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর