২৮ জুলাই, ২০২১ ১৪:১৮

নেত্রকোনায় জটিল রোগে আক্রান্তদের প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জটিল রোগে আক্রান্তদের প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান

নেত্রকোনায় জটিল রোগে আক্রান্তদের প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান

নেত্রকোনায় বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। 

বুধবার দুপুরে শহরের মোক্তাপাড়া এলাকার নিজ বাসায় ১২ জনের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক তুলে দেন। ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ-সহ অন্যান্য জটিল রোগে আক্রান্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও বিনা চিকিৎসায় অসহায়ভাবে মৃত্যুবরণ করবে না। তিনি সারাদেশে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাসহ যা যা করণীয় তাই করছেন।

আমাদেরকে সততা, নিষ্ঠা, বিচক্ষণতা ও দক্ষতা দিয়ে প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। দেশের চলমান উন্নয়নে নিজেদেরকে উজার করে দিতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক আলালউদ্দিন, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তারেক হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর