পাবনার সাঁথিয়ায় শামিম হোসেন (৪০) নামে এক ভুয়া এসআই আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। তিনি পার্শ্ববর্তী বেড়া উপজেলার মানিকনগর গ্রামের আব্দুল ওহাব খাঁর ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পার্শ্ববর্তী পাঁচুরিয়া ইন্দারা মসজিদের নিকট পুলিশের এসআই পরিচয়ে ছিনতাইকালে সাঁথিয়া থানার টহলরত পুলিশ তাকে আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাঁথিয়া উপজেলার আফড়া শামুকজানি গ্রাম থেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে এলাকাবাসী রাতেই সড়কে টহলরত পুলিশকে জানালে তারা তাকে রাস্তায় খুঁজতে থাকে। এক পর্যায়ে পার্শ্ববর্তী পাঁচুরিয়া ইন্দারা মসজিদের নিকট অন্য একজনের নিকট থেকে এসআই পরিচয় দিয়ে টাকা ছিনতাইকালে সেখানে পুলিশ তাকে হাতেনাতে ধরে আটক করে থানায় নিয়ে আসে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে ছিনতাই করে বেড়াত। সে একজন প্রতারক। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন