নাটোরের লালপুরে র্যাবের অভিযানে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে মোছা. নাজমা বেগম (৩৫) নামে এক নারী গুড় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর বালিতিতা গ্রামে অভিযান চালায় র্যাব-৫-এর একটি দল। দণ্ডিত নাজমা বেগম উপজেলার ইসলামপুর বালিতিতা গ্রামের মো. তুহিনের মেয়ে।
সিপিসি-২, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইসলামপুর বালিতিতা গ্রামে অভিযান চালানো হয়।
এমসময় ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মোছা. নাজমা বেগমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাজমা বেগমকে ২ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই