রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে রুহুল আমিন শেখ (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রুহুর আমিন বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের বদর উদ্দীন শেখের ছেলে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে রুহুল আমিন বাড়ির পাশের একটি মাঠে পরিবারের সবাইকে নিয়ে কাজে যায়। আকাশে মেঘ দেখলে তিনি সবাইকে নিয়ে দ্রুত বাড়িতে আসার সময় বজ্রপাতে রুহুল আমিন মারা যায়।
এ ঘটনায় বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুজ্জামান, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার