করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রায় ৪ লাখ টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বামমা) বগুড়া।
মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের হাতে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন বামমা বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শেখ।
জানা যায়, সুরক্ষা সামগ্রীগুলোর মধ্যে ছিল ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০টি অক্সিজেন সিলিন্ডার স্ট্যান্ড, ২০টি রেগুলেটার, ১০০ পিস অক্সিজেন ক্যানোলা, ১০০ পিস অক্সিজেন মাস্ক এবং ১০০ পিস নন ব্রেথিং মাস্ক।
সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল ও বামমা বগুড়ার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু।
আরও উপস্থিত ছিলেন বামমা বগুড়া জেলা শাখার সহ-সভাপতি দিলীপ কুমার দে, সেলিম রেজা সানু, সহ-সাধারণ সম্পাদক হাসানুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ বসাক, কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী, তৌহিদুর রহমান সাজু, হাফিজার রহমান, রেজাউল মতিন টুটুল ও মো. আবু তালেব উজ্জ্বল এবং হাসপাতালের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই