কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ চত্বরে প্রধান ফটকের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির আকারে নির্মিত একটি ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ ম্যুরালটি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে এ ম্যুরালের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্,উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ ও কাজের ঠিকাদার মোস্তাফিজুর রহমান রবিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন