নরসিংদীর শিবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান দেয়া হয়েছে। আজ ৪৬তম জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসা ও এতিমখানায় ৬ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবদনের পর তিনি শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় এসব অর্থ বিতরণ করেন।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নগদ অর্থ বিতরণ ও শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য জহরিুল হক ভুইয়া মোহন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা জুড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
বিডি প্রতিদিন/আল আমীন