মুন্সীগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল থেকে জেলা জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে স্বরণ করছে সর্বস্তরের মানুষ।
জেলা শহরের পুরাতন কাচরী এলাকায় ইদ্রাকপুর কেল্লার পাশে সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুর মোমেন পিপিএম, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালত ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল