মানিকগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে এসব বিতরণ করা হয়।
বিধবা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। জেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহওয়াজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শামীম হোসেন ও আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী ও কহিনুর ইসলাম সানী প্রমুখ। এসময় ৮৯ জন বিধবা দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও ৩২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই