ফরিদপুরের সালথার হত্যা মামলার আসামি যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য আব্দুর রব মোল্লাকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ফরিদপুরের কোর্টে তাকে পাঠানো হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, শাহবাগ থানা পুলিশের সহায়তায় রব মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকার একটি হত্যা মামলার প্রধান আসামি।
নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান বলেন, রবিবার রাত ২ টারদিকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহবাগ এলাকা থেকে আব্দুর রব মোল্লাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ফরিদপুরের ৬ নম্বর আমলী আদালতে তাকে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন