ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে তিন হাজার একশ' পিস ইয়াবাসহ সামাদ মাতুব্বর (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গতকাল সোমবার বিকেলে আটক করা হয়েছে। ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার নলিয়া গ্রামের সামাদ মাতুব্বরের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক ঘর থেকে তিন হাজার একশ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সামাদ মাতুব্বরের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির