গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় আজ মঙ্গলবার সকালে ব্রিজের সাথে ধাক্কা লেগে লাকড়ির নৌকা ডুবে যায়। এই ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রায় তিনশ' মণ লাকড়ি নিয়ে নৌকাটি মির্জাপুর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কালিয়াকৈর বাজার এলাকায় নদীতে থাকা ব্রিজ অতিক্রম করার সময় লাকড়ির নৌকাটি ব্রিজে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সাতজন শ্রমিক আহত হয়। নৌকায় থাকা লাকড়ি পানিতে ভেসে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, লাকড়ির নৌকাটি ডুবে গেছে। তবে নিখোঁজের কোনো ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির