টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে নূর আলম (২৬) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কীর্ত্তন খোলা ধুমখালি এলাকায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বড়শি দিয়ে মাছ ধরার পুকি (খাদ্য) সংগ্রহ করতে গিয়ে সে একটি জাম গাছে উঠে। গাছে ডালে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা দৌঁড়ে এসে তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির