‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১-২০২২ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টায় গলাচিপা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের নেতৃতে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ৪২৭ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ উপজেলার ৩২টি পুকুরে অবমুক্ত করার জন্য বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর