ব্যাগের ভেতরে করে কষ্টিপাথরের মূর্তি পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী সীমান্ত এলাকা থেকে এক চোরাকারবারীকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারীর কাছে থাকা শপিং ব্যাগের ভিতর থেকে কষ্টিপাথরের তিনটি ভাঙা মূর্তি উদ্ধার করা হয়। আজ দুপুরে জয়পুরহাট-২০, বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার শিমুলতলী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরের তিনটি ভাঙা মূর্তিসহ তাকে আটক করা হয়। এঘটনায় উপজেলার উচাই পাথরঘাটা এলাকার মৃত হুজুর আলী ফকিরের ছেলে খানো ফকির (৫৫) কে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার