শরীয়তপুর ভেদরগঞ্জ পৌরসভার ড্রেন নির্মাণ করার সময় দেয়াল ধ্বসে বাচ্ছু মিয়া (৩৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
আজ দুপুরে ভেদরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড় এলাকায় এ ঘটনা ঘটে। অপর আহত তিন শ্রমিক চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, সকালে পৌরসভার ১ নং ওয়ার্ডে মেসার্স সুইটি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ১৪ জন শ্রমিক ড্রেন নির্মাণ কাজ করছিল। বিকাল সাড়ে তিনটার সময় ড্রেনের পাশে থাকা বাড়ির দেয়াল ধ্বসে পড়লে সেখানে কর্মরত ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
বিডি প্রতিদিন/আল আমীন