চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক রানা ইসলাম (১৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা ইসলাম জয়রামপুর শেখ পাড়ার রাজা মোল্লার ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনাচর্জ (ওসি) আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার দুপুরে রানা ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। বাড়ির অদূরে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক সড়কে উঠতেই একটি চলন্ত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন রানা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন