বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালী জেলা জাতীয় পার্টি অফিসে এক প্রতিবাদ সভা ও শহরের মাইজদী টাউন হল মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে আটকে রেখে নির্যাতন ও জখম করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে জাপা।
এঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে দায়ীয় করে বক্তব্য রাখেন বক্তারা। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠুর সভাপতিত্বে মানবন্ধন ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অহিদ উদ্দিন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মোছাদ্দেকুর রহমান, আলী হোসেন, শ্রমিক পার্টির সভাপতি মিলন সিকদার, আব্দুর রহিম ও রিয়াজ উদ্দিন লিটন।
বক্তারা আব্দুল কাদের মির্জার শাস্তি দাবি করেন এবং বসুরহাট পৌরসভা কার্যালয় ঘেরাও করার হুমকি দেন। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে আটকে রেখে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক