পিরোজপুরে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সোমবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষে প্রতি পরিবারকে ৫০০ টাকা করে অর্থ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন, করোনা মাহামারীতে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ৩০০ জন অস্বচ্ছল পরিবারের মধ্যে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সদর উপজেলায় ২ লাখ ৭০ হাজার লোকের মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে কেউ না খেয়ে গৃহহীন থাকবে না। এরই ধারাবাহিকতায় আমরা জেলায় ৩ হাজার ১৭৯ জনকে গৃহ নির্মান করে দিয়েছি। যাদের কোন জায়গা নেই ভূমিহীন তাদের জন্যও প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘর তৈরি করে দেয়া হবে। আমাদেও এ ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন