১৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১১

আধুনিক আইসিইউ হচ্ছে শেরপুর জেলা হাসপাতালে

শেরপুর প্রতিনিধি

আধুনিক আইসিইউ হচ্ছে শেরপুর জেলা হাসপাতালে

সীমান্ত জেলা রোগীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাড়া আর কোন উপায় থাকে না। চলমান করোনা মহামারিতে শেরপুরে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপনের আবেদন আরও বৃদ্ধি পায়।গণভোগান্তি কমাতে সরকার শেরপুর জেলা হাসপাতালে একটি আধুনিক আইসিইউ করার সিদ্ধান্ত নেয়।  

শেরপুর প্রকৌশল বিভাগ গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, শেরপুর জেলা হাসপাতালের নতুন নির্মিত ভবনের নয়তলায় দ্রুত নির্মাণ করা হচ্ছে আইসিইউ। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আইসিইউ ওয়ার্ডে থাকবে ২০টি আইসোলেশন শয্যা,আর একসাথে (১০ শয্যায়) দশজনকে দেওয়া যাবে সরাসরি আইসিইউ সেবা। সবকিছু ঠিক থাকলে আগামি বছরের ফেব্রুয়ারিতে এই নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে প্রকৌশল বিভাগ।

জেলা প্রশাসক মোমিনুর রশিদ ও হাসপাতালের তত্বাবধায়ক (সিভিল সার্জন) ডা. আনওয়ারুর রউফ জানিয়েছে, এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা বাড়াতে সরকার আধুনিক আইসিইউ করছে। যথাসময়ে এই সেবা চালু করতে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। মেডিকেল কলেজের সেবা যাতে করে এখান থেকে দেওয়া যায় তার জন্য হাসপাতালে আরও সুবিধা বৃদ্ধি করা হবে। 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর