১৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫১

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মদপান, ছাত্রলীগ নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মদপান, ছাত্রলীগ নেতার মৃত্যু

রাফসান ইরফান

কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে মারা গেছেন রাফসান ইরফান (২৭) নামে এক ছাত্রলীগ নেতা।

শুক্রবার সকালে কলাতলী বীচ পয়েন্টের একটি হোটেল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রাফসান ইরফান।

রাফসান ইরফান দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাড়ি চটগ্রামের কোতোয়ালি থানার এনায়েত বাজার বাটালি রোডে। তিনি কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত পরিমাণে মদপানে অসুস্থ হয়ে মারা গেছেন রাফসান। এরপরও ময়নাতদন্তের পর বাকিটা জানা যাবে। 

তিনি আরও বলেন, রাফসান তার আরেক বন্ধুকে নিয়ে কক্সবাজারের একটি হোটেলে উঠেন ১৫ সেপ্টেম্বর রাতে। ১৬ সেপ্টেম্বর রাত ৯টার পর তাদের অতিরিক্ত বুকের ব্যথা ও বমি হয়। ওই সময় লেবুর রস ও তেঁতুল খেলে কিছুটা স্বস্তি অনুভব করেন তারা। এরপর ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার ভোরে আবারও বুকে ব্যথা বেশি অনুভব করলে তাদের দুইজনকে কক্সবাজারের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাদের পাঠিয়ে দেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় রাফসান ইরফানের।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর