১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৫৬

শেরপুরে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:


শেরপুরে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর বাঙ্গালী নদীতে গরুর ঘাস ধুতে গিয়ে স্ট্রোক করে পানিতে ডুবে এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম মো. রহমত আলী (৬৫)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের চরকল্যাণী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাঙালি নদীর কল্যাণী খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে সোহাগ হাসান জানান, স্থানীয় মাঠ থেকে আমার বাবা গরুর ঘাস সংগ্রহ করে বাড়ির পাশের বাঙ্গালী নদীর কল্যাণী খেয়াঘাট নামক স্থানে ধুয়ে পরিস্কার করছিলেন। এসময় হঠাৎ জ্ঞান হারিয়ে নদীর পানিতে পড়ে ডুবে যান। কিছুসময় পরই তাঁর লাশ পানিতে ভেসে উঠে। এরপর নদী পারাপারের জন্য খেয়াঘাটে আসা লোকজন পানিতে একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করেন তারা। পরবর্তীতে আমরা পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ সনাক্ত করার পাশাপাশি বাসায় নিয়ে আসেন বলে জানান তিনি।

জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদীর ঘাটে গরুর ঘাস ধুতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে যান। একপর্যায়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর