ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের দুইদিন পর জামাল উদ্দিনের(৫০) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার বিকাল ৩টায় বাড়ির পাশে কচুরিপানা ও ঘাসের নিচ থেকে জামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
জামাল উদ্দিন উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের মৃত হাজী আলী মিয়ার ছেলে। পেশায় মিনি দুগ্ধ খামারী ছিলেন তিনি।
স্থানীয়রা ও পুলিশ জানান, গত শনিবার বিকালে জামাল উদ্দিন লোপাড়া বাজারে চা পানে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার সরাইল থানায় জিডি করেন তাঁর স্বজনরা। আজ দুপুরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে বাড়ি সংলগ্ন জমিতে গিয়ে কচুরিপানা ও ঘাসের নিচে জামাল উদ্দিনের দু'টি পা দেখতে পান তার স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে জামাল উদ্দিন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই বলেন, দুপুরে বাড়ি থেকে প্রায় ৭০ গজ দূরে কুচুরিপানা ও ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তাঁর মৃত দেহ পাওয়া যায়।
সরাইল থানার পরিদর্শক(তদন্ত) সেহাবুর রহমান বলেন, জামাল উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন