২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২৩

মূক বধিরদের সরকারি চাকরি প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মূক বধিরদের সরকারি চাকরি প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন

যোগ্যতা অনুযায়ী মূক বধিরদের সরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রদান এবং জাতিসংঘ ঘোষিত 'আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস' ও 'আন্তর্জাতিক বধির সপ্তাহ পালন' উপলক্ষে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল মূক বধির সংঘের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আজিম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে ইশারা ভাষায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রুম্মান, মো. ফরহাদ হোসেন রনি, রাকিব আল হাসান, মো. সুমন খান, আবু ছালেক সাকিল ও জাহিদ হাসান। দোভাষী নওশাদ মিয়া তাদের ইশারা ভাষার বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন মানববন্ধনে। মানববন্ধনে মূক বধিরদের পরিবার ও স্বজনরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে মূক বধিরদের পক্ষে দোভাষী নওশাদ মিয়া যোগ্যতা অনুযায়ী মূক বধিরদের সরকারি যে কোনও প্রতিষ্ঠানে চাকরিসহ কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর