পরিবেশ বান্ধব ও চঞ্চল প্রকৃতির হাজারো চড়ুই পাখির কিচির-মিচির শব্দে মুখরিত দিনাজপুর শহরের ব্যস্ততম নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা। এখানে বিভিন্ন গন্তব্যে যাওয়ার বাসে সারাদিন মানুষের ওঠানামার কোলাহল থাকলেও নিরাপদ ভেবে থাকছে কিংবা উড়ছে এসব চড়ুই পাখির ঝাক। এসব পাখির কিচিরমিচির শব্দ যেন সবার হৃদয় ছুঁয়ে যায়।
তবে সকালে কিংবা বিকালের পর সন্ধায় জনসমাগম কমার সময় কোলাহলপূর্ণ পরিবেশ তৈরী করে এসব পাখির ঝাক।
দিনাজপুর শহরের ব্যস্ততম নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় প্রবেশ করলেই চোখে পড়বে বকুল, আমসহ বিভিন্ন গাছ কিংবা বড় বড় সাইনবোর্ডের মাথায় শত শত চড়ুই পাখির ঝাক। এখানের গাছের পাতায় পাতায়, বিভিন্ন সাইনবোর্ডের উপরে, সুউচ্চ টাওয়ারে কিংবা কারেন্টের তারে ঝাকে ঝাকে চড়ুই পাখির সারি। দুটি বকুল ফুলের গাছে চড়ুই পাখির কলকাকলিতে মূখরিত থাকে পড়ন্ত বিকেলে। ঝাকে ঝাকে চড়ুই পাখি পাতায় পাতায় বাসা বেধেছে। তবে ভোর হতেই বেশিরভাগ পাখি চলে যায় আহারের সন্ধানে শহরের অন্যত্র কিংবা দূর দুরান্তের কোন এলাকায়।
আবার বিকেল হলেই সেই সব চড়ুই পাখি ঝাঁকে ঝাঁকে ফিরে আসে নীড়ে। আর তখনই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে এই এলাকা। আর এ দৃশ্য মনোমুগ্ধভরে দেখে প্রতিদিন যাত্রী, এলাকার দোকানদার ব্যবসায়ীসহ পাখি প্রেমিকরা। কিচিরমিচির শব্দ পাখি প্রেমিকদের হৃদয় ছুঁয়ে যায়। এখানে কেউ পাখি শিকার বা পাখিকে ঢিল ছুঁড়তে পারে না। যেহেতু যানবাহনসহ মানুষের চলাচল বেশী তাই ঢিল ছোড়াও সম্ভব না। তাই গাছের পাতায় পাতায় ভরে থাকে অগনিত চড়ুই পাখি।
চড়ুই চঞ্চল প্রকৃতির পাখি। এরা মানুষের আশপাশে বসবাস করতে ভালোবাসে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এদের কিচিরমিচির গান চারপাশকে জাগিয়ে তোলে। চড়ুই বছরে একাধিকবার প্রজনন করে। প্রতিবারে ৪-৬টি করে ডিম দেয়। এদের ছানা বেঁচে থাকে প্রায় ৬৫ থেকে ৭০ ভাগ। ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে ফসল বাঁচাতে কৃষক যথেচ্ছা কীটনাশক ব্যবহার করছে। আর চড়ুই প্রধানত শস্যদানা, ঘাসের বিচির পাশাপাশি অসংখ্য পোকামাকড় খেয়ে থাকে। বিশেষ করে পোকার শুককীট, মুককীট বা লেদাপোকা যারা শস্য উৎপাদনের অন্তরায়। চড়ুই পাখি এসব পোকার ক্ষতিকর আক্রমণ থেকে ফসল, সবজির ক্ষেত, বনাঞ্চল বাঁচিয়ে পরিবেশ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু ফসলের ক্ষেতে কীটনাশক ছিটানোর কারণে এসব খাবার খেয়ে তারাও বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। তাই দিন দিন এদের সংখ্যা কমলেও ব্যতিক্রম দিনাজপুর শহরের ব্যস্ততম নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা।
দিনাজপুর নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আব্বাসউদ্দিন,ফারুকসহ অনেকে জানায়, অনেকদিন ধরেই এ বাসস্ট্যান্ড এলাকার গাছগুলো ও সাইনবোর্ডের উপরে পরিবেশ বান্ধব হাজার হাজার চড়ুই পাখি রয়েছে। সকালে ও বিকালের পরই তাদের কিচির-মিচির শব্দে অন্যরকম পরিবেশ তৈরী করে। যা সবাইকে মুগ্ধ করে।
পরিবেশ বিষয়ক সংগঠক মোসাদ্দেক হোসেন জানান, চড়ুইয়ের যে কয়েকটি প্রজাতির দেখা যায়, তার মধ্যে সবার পরিচিত চড়ুইয়ের এ প্রজাতিটি দলবদ্ধ। প্রজননের পূর্বে তারা একত্রে ঝাক বেধে উড়ে আসে বসত গড়ে। সেপ্টেম্বর, অক্টোবর মাসে এ চড়ুই পাখির দলবদ্ধ বিচরণ বেশী চোখে পড়ে।
বিডি প্রতিদিন/আল আমীন