নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের সাইলোরোড এলাকায় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিল শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
আওয়ামী লীগ নেতা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক মো. তাজিম বাবু, আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন সাইলো শাখার সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান দিপু, যুবলীগ নেতা মো. শরিফ হোসেন ইরান, মহানগর ছাত্রলীগের ত্রাণ-দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. মিনহাজুর রহমান রায়হান, সদস্য ইয়াসির আরাফাত তালহাসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।
বিডি প্রতিদিন/এমআই