নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিসিক শিল্পনগরী সংলগ্ন একটি পুকুর পাড় থেকে সাব্বির হোসেন ওরফে কালু নামে এক ইঞ্জিন মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। নিহত সাব্বির হোসেন শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ড্রাইভারের পুত্র।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহের পাশ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন