নোয়াখালী সুবর্ণচরের একটি বাজারে বিক্রির সময় শিকারির কাছ থেকে আটক ১০টি ঘুঘু পাখি মুক্ত আকাশে ছেড়ে দিয়ে অবমুক্ত করলেন সুবর্ণচর উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার ছমির হাট বাজারে পাখি গুলো বিক্রির সময় আটক করে উপজেলা বন বিভাগ
পাখি গুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউছার আলম, বন বিভাগের কর্মকর্তা মো.মোশারফ হোসেন প্রমূখ।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার