ভারতে তিন বছর জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন’র ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময় সীমান্ত পথে ভারতে পাচার হয়। ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে জেল ৩ বছর জেল খাটে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে আজ দেশে ফেরত আসে।
বেসরকারি সাহায্য সংস্থা যশোর জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড কর্মকর্তা রোকেয়া বেগম বলেন, দেশে ফেরত আসা কিশোরীরা নদীয়া জেলার করিমপুর নামক একটি শেল্টার হোম ও কোলকাতার একটি শেল্টারহোম অবস্থান করছিল। এদেরকে যশোর নিয়ে সংস্থার হোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী এনজিও জাতীয় মহিলা আইনজীবি সমিতি ও জাস্টিস এন্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ