শিশুসহ ৭ জনকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ ছালাম উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাহুবল মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। ওই বৃদ্ধের বাড়ি বাহুবল উপজেলার সম্ভুপুর গ্রামে।
বাহুবল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর মা-বাবা ঘরে না থাকার সুযোগে সম্ভুপুর আশ্রয়ণ প্রকল্পের আট বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান ছালাম উল্লা। খবর পেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ওই রাতেই মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, মামলা দায়েরের পর থেকে ছালাম উল্লা পালিয়ে ছিলেন। বুধবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশের একটি দল ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন