চুয়াডাঙ্গায় কৃষিসেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল মাজেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। প্রকল্প ও সংগঠনের পরিচিতি উপস্থাপন করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মসিয়ুর রহমান। সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা প্রেসক্লাব সভাপতি মানিক আকবর, রাজনীতিক নুরুন্নাহার কাকলী, শেফালী খাতুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, কৃষি এবং কৃষকের উন্নয়ন হলে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।
বিডি প্রতিদিন/এএম