১৬ অক্টোবর, ২০২১ ২০:৪২

আড়াই মাস পূর্বে বিয়ে, শ্বশুরবাড়ি গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ প্রবাসীর

টাঙ্গাইল প্রতিনিধি

আড়াই মাস পূর্বে বিয়ে, শ্বশুরবাড়ি গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ প্রবাসীর

স্ত্রী আমেনা বেগমের সঙ্গে শরিফুল ইসলাম

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামে এক সিঙ্গাপুর প্রবাসী আত্মহত্যা করেছেন।

শনিবার বিকেলে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেওবাড়ি চাকলা পাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত আড়াই মাস পূর্বে শরিফুলের সঙ্গে বাসাইল উপজেলার নাইকানী বাড়ি (মতির ভাটা) এলাকার আইয়ুব খানের মেয়ের আমেনা বেগমের (১৮) বিয়ে হয়। বিয়ের পূর্বে শরিফুল দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি বেড়াতে যান শরিফুল। শনিবার সকালে বিশেষ কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

রেলওয়ে পুলিশের ঘারিন্দা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাঈমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি পার্শ্ববর্তী মসজিদে নামাজ আদায় করে দীর্ঘ সময় রেল লাইনে বসে ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি দেখতে পেয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর