১৭ অক্টোবর, ২০২১ ১১:৫১

ফরিদপুরে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারন করেছে। গত একমাস ধরে নদী ভাঙনে উপজেলার বুড়াইচ ইউনিয়নের তিনটি গ্রামের কয়েকশত বসতবাড়ি, পাকা রাস্তাসহ নানা স্থাপনা বিলীন হয়ে গেছে নদীগর্ভে।

নদী ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আজ রবিবার সকালে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ ও স্থানীয়রা। মধুমতি নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ কয়েকশ নারী পুরুষ অংশ নেয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন সেভ এর কো-অডিনেটর জব্বার সরদার, মো. ফয়সাল, সালিমুল হক সাগর, এইচ এম মামুন, আরাফাত সিকদার, মো. তারিকুল ইসলাম।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর