কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ নুর আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নুর আহম্মেদ উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডল পাড়া এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
ওসি জানান, রবিবার ভোররাতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই যায়েদ হাসানের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আমিরের মুদী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই